Privacy Policy

Sunday, 22 July 2012

সারা রাত জেগে জেগে

সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না
তাই ঘুম আসে না ।।

তুমি আমি কেন দূরে দূরে
খুজে বেড়াই ঘুরে ঘুরে ।।
মন কি যে চায়
কাটে শুধু বেদনায় ।।
পাপড়ি কেন বোঝে না
তাই ঘুম আসে না ।।

এই মায়া ভরা পৃথিবী ছেড়ে
চলে যাব চিরতরে ।।
সবাই চলে যায়
কতটুকুই বা পায়
পাপড়ি কেন বোঝে না
তাই ঘুম আসে না ।।

সারা রাত জেগে জেগে
কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না
তাই ঘুম আসে না ।।

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. এই ওয়েবসাইটের মালিক বর্তমানে কি করছে

    ReplyDelete