কাছে এসো আরো কাছে দূরে থেকো না
আজ রবিবার হারিয়ে যাবার নেই কোন
মানা।।
যায় যদি দিন এমনি করে যাক
না চলে তাতে কি
মন যদি চায় ভালোবাসাতে মন্দ
হলে ক্ষতি কি
আজ হৃদয়ের বন্ধ দোয়ার খোলা দেখ না
হায় কেন বুঝ না, এসো না
কাছে এসো আরো কাছে দূরে থেকো না
আজ দুজনার হারিয়ে যাবার নেই কোন
মানা, আচ্ছা
তোমায় দেখার আগে কখনো প্রেম ছিল
না জীবনে
তুমিই প্রথম পোড়ালে এ মন তৃষ্ণা সুখের
আগুনে
ও… হো…..হো….
তোমার চোখে আমার এ মরণ ছিল
না জানা
ও …. ও….. ও……..
No comments:
Post a Comment