Privacy Policy

Sunday, 6 January 2013

ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুয়ো না

ওগো বৃষ্টি আমার চোখের
পাতা ছুয়ো না,
আমার এতো সাধের কান্নার দাগ
ধুয়ো না,
সে যেন এসে দেখে,
পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি ।।
দোহাই গানের বীণা,
মনকে ভরে তুলো না, ।।
দেখেই তাকে ব্যথার এ গান ভুলো না,
সে যেন এসে শোনে,
তার বিরহে কী সুর আমি সেধেছি ।।
ক্লান্ত প্রদীপ ওগো,
হঠাৎ আলোয় ফুটো না,।।
দেখেই তাকে উজল হয়ে উঠো না,
সে যেন এসে জানে,
কোন আঁধারে এ রাত আমি বেঁধেছি ।।

No comments:

Post a Comment