Privacy Policy

Thursday, 23 May 2013

কতদিন দেখিনি তোমায |kotodin dekhini tomay lyrics

কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায

Sunday, 19 May 2013

Aj ai akas| আজ এই আকাশ lyrics

আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই
ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে(২)
মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলো
তুই ছিলিনা যখন
মাঝে মাঝে কড়া নাড়ে সেই দিনগুলো
তুই ছিলিনা যখন
তুই রবি আমারি তুই ছবি আমারি
তোরে ছাড়া বাঁচি আমি কেমনে
আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই
ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে
"বড় একা আমি নিজের ছায়ার মত
শুন্যতার মত
দীর্ঘশ্বাসের মত
নিঃসঙ্গ বৃক্ষের মত
নির্জন নদীর মত
বিচ্ছিন্ন দ্বীপের মত
মৌন পাহাড়ের মত
আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত
বড় একা আমি
বড় একা"
মেঘে মেঘে কত বেলা
কেটে যায় শুধু বিষাদের বেলা
তুই ছাড়া একা একা
দিন কাটেনা
স্মৃতিরও ছায়ায়
তুই রবি আমারি তুই ছবি আমারি
তোরে ছাড়া বাঁচি আমি কেমনে
আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই
ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে ...

Friday, 17 May 2013

Meye| মেয়ে lyrics by upol

পুরোনো মমের আলোয়
জ্বলে যদি একটা স্বপ্ন
বিমোহিত সুরে ভাসবো সুখি বরষার
জলে আত্মমগ্ন
একা একা দিন কাটে না মনের ভেতর
অঘটন
কতকাল বেধে রাখবো সে ভয় বরষার
জলে কান্না শোনো
মেয়ে ফিরে এসো... এসো না ফিরে (২)
এসোনা ফিরে
সময় হলেই এপথ সেপথ কোথাও
খুঁজে পবেনা
স্বপ্নেরা সব মন ভেঙ্গেছে সুখ কেড়েছে
ঠিকানা(২)
মেয়ে ফিরে এসো... এসো না ফিরে (২)
ফিরে যদি আসো কন্যা পথ
হারানো দৈবলোকে
দুচোখ বেয়ে আলোর বন্যা তোমার আমার
আর্দ্র বুকে
মেয়ে ফিরে এসো... এসো না ফিরে (২)
পুরোনো মমের আলোয়
জ্বলে যদি একটা স্বপ্ন
বিমোহিত সুরে ভাসবো সুখি বরষার
জলে আত্মমগ্ন
একা একা দিন কাটে না মনের ভেতর
অঘটন
কতকাল বেধে রাখবো সে ভয় বরষার
জলে কান্না শোনো
মেয়ে ফিরে এসো... এসো না ফিরে (২)...

Thursday, 16 May 2013

School polatok meye| স্কুল পলাতক মেয়ে lyrics

রেশমী চূড়ি হাতে এলোমেলো চুল
স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল
দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়
এভাবে কি তার সাথে প্রেম করা যায়
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
রোদে জ্বলা শিউলী তলায় ও হায়
তোমারি পথ চেয়ে দিন কেটেছে
এই চোখ যত দূরে দৃষ্টি মেলায়
শুধু দুচোখ তোমাকে খুজেছে(২)
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
রোজ তুমি স্কুল পলায়ে পলায়
হাত দুটি ধরে মোর খুচো দিয়ে বলতে
স্কুল ব্যাগ ছুড়ে ফেলে দিয়ে সুদূর
গীটার গীটারে ঝড় তুলতে(২)
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
রেশমী চূড়ি হাতে এলোমেলো চুল
স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল
দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়
এভাবে কি তার সাথে প্রেম করা যায়
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
স্কুল পলাতক মেয়ে........

Colo na hoi udasi| চলো না হই উদাসি lyrics

আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি(২)
চলো না হই উদাসি
বন্ধুর ও বাড়ির জালালী কবুতর
আমার ও বাড়ি আসে রে(২)
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম
খায় আর, খায় আর, খায় আর বাক বাকুম
করে লো কিশোরী।
চলো না হই উদাসি
আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি
চলো না হই উদাসি
আঙ্গুল ও কাটিয়া কলম ও বানাইলাম,
নয়নের জল করলাম কালি রে(২)
হৃদয় ও চিড়িয়া লিখন ও লিখিয়া,
হৃদয় ও চিড়িয়া লিখন ও লিখিয়া,
পাঠাইলাম,পাঠাইলাম,পাঠাইলাম সোনা বন্ধুর
নামে লো কিশোরী।
চলো না হই উদাসি
আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি(২)
চলো না হই উদাসি...

Mone pore|মনে পড়ে lyrics by vive

কালো কালো এলোমেলো,
অগোছালো একরাশ চুল(২)
স্মৃতিগুলো থমকে থাকে,
আজ আকাশ মেঘে ঢাকা, মনে তার ছবি আঁকা।
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ...(২)
কালো কালো এলোমেলো,
অগোছালো একরাশ চুল(২)
স্মৃতিগুলো থমকে থাকে,
আজ আকাশ মেঘে ঢাকা, মনে তার ছবি আঁকা।
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ...(২)
পথে যেতে এলোচুল উড়তো হাওয়ায়…
মেঘরাঙ্গা শাড়িটার আঁচল বাওয়া।
পথে যেতে এলোচুল উড়তো হাওয়ায়…
মেঘরাঙ্গা শাড়িটার আঁচল বাওয়া।
পটভূমি দিগন্তে কালো কালো মেঘ
তুমি ছিলে যেন এক ঝড়ের আবেশ।
মনে পড়ে এ এ এ… মনে পড়ে আ আ...(২)

Monday, 6 May 2013

Ontohin-অন্তহীন lyrics

কেন বা এলে
বা জড়ালে প্রেমে
কেন তুমি আমায়
কেন বুঝিনি কি হারিয়ে আমি
পুড়ে পুড়ে যে ছাই।
জীবন কি খেলা
খেলেছো যে হায়
এর শেষ বল কোথায়
ঢেউইয়ে ভাঙ্গে দুকূল
ভাঙ্গে স্বপ্ন হায়
আমি আঁধারে হারাই
আমি তোমার
তুমি যে আমার
কেউ কারো নই
কেন বল
এক জীবনে এতটা মাশুল
দেব কেমনে তুমি বলো
একা আমি একাই রবো যে
শুধু একা।
ক্লান্ত আমি
শুন্য হ্রদয়।
আর পারিনা
সইতে হায়
এসো তুমি
এসো যে ফিরে
ভালোবাসার গভীরে
পারবো না
তোমায় ছাড়া বাঁচতে
তুমি আমার।

Godhuli-গোধূলি lyrics

প্রেম শুধু একা থাকা
তুমি কাছে নাই
তুমি নাই বলে কি আজো
থেমে যায় অশ্রুর জোয়ার
থামেনাই থামেনাই
প্রেম শুধু বিরহের গান
তোমার চলে যাওয়া
তুমি দূরে বলে কি আজো
ভেঙ্গে যায় স্নেহের বাঁধন
ভাঙ্গে নাই ভাঙ্গে নাই
দূরে বহুদূরে
মনে পরে স্বপ্নের তুমি
ও দুখিনী
মোর দূর গোধূলি(২)
প্রেম শুধু মনে করা
সুখের দিনগুলি
অভিশাপে মুছে গেছে
সব গানের কত কথা
আজ বৃথায় আজ বৃথায়
প্রেম শুধু আশায় থাকা
নিরাশা মোর পথ সাথি
যদি হয় দেখা আবার
আমি রব ভালোলাগার
তোমারই দুখের হাসি
দূরে বহুদূরে
মনে পরে স্বপ্নের তুমি
ও দুখিনী
মোর দূর গোধূলি(২)
প্রেম শুধু একা থাকা
তুমি কাছে নাই
তুমি নাই বলে কি আজো
থেমে যায় অশ্রুর জোয়ার
থামেনাই থামেনাই
প্রেম শুধু বিরহের গান
তোমার চলে যাওয়া
তুমি দূরে বলে কি আজো
ভেঙ্গে যায় স্নেহের বাঁধন
ভাঙ্গে নাই ভাঙ্গে নাই............

Ovhiman-অভিমান lyrics

স্বগত লগ্নে জমাট স্তব্ধতা
ঘুম পেলে ক্ষতি কি?
তোমার চোখে গভীর বিশ্বাস
হারালে ক্ষতি কি?
কেবলই অভিমানের রাত
তবে কেন প্রতীক্ষা?
ক্ষয়া চোখে ভুলের বিন্যাস
নিভু স্বপ্নবাতিটা
আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে
কবে ফুল ঝরেছে বলো?
তোমার চারুগৃহ কেন যে খুলে যায়
দেয়ালে মাথা কোটে ধূসর আঁধার
দু’চোখ অন্ধের উপড়ে ফেলো তুমি
মাতাল ভাঁড় হোক সঙ্গী তার
আমাকে তুমি জাগিয়ে
একা কেন ঘুমালে?
আমাকে এড়িয়ে তোমার আকাশে
কবে ফুল ঝরেছে বলো?

Sokal ase na-সকাল আসে না lyrics

সকাল আসে না , আয়না হাসে না,
জানলা খোলা মেঘ, সে ভালবাসে না
না কিছু ভাবি না, রোদ এলো কিনা, স্নানের
জলে গান, আমি না তুমি না
দিনের পাখিরা ছুঁয়েছে ডানা, রাতের পরীরা ভুল
ঠিকানা
সকাল আসে না , আয়না হাসে না,
একলা খোলা বই, সে ভালবাসে না
জাগে না জাগে না তার চোখ
জাগে না জাগে না তার চোখ
ডেকে দেয়া টুকু আমার হোক, অচেনা এ অবেলায়
জাগে না জাগে না তার চোখ
জাগে না জাগে না তার চোখ
ডেকে দেয়া টুকু আমার হোক, অচেনা এ অবেলায়
দিনের পাখিরা ছুঁয়েছে ডানা, রাতের পরীরা ভুল
ঠিকানা
গোধূলি ভাঙ্গা গা, আমি না তুমি না
সকাল আসে না , আয়না হাসে না,
একলা খোলা বই, সে ভালবাসে না

Pother klanty vhule- পথের ক্লান্তি ভুলে lyrics

পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?
আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
আর আঁধারের ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই,
যদি এ পথ চলিতে কাঁটা বেঁধে পায়
হাসিমুখে সে বেদনা সবো।
কত দূর আর কত দূর বল মা?
চিরদিনই মাগো তব করুণায়
ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়
ঐ আকাশে যদি মা কভু ওঠে ঝড়
সে আঘাত বুকে পেতে লবো।
কত দূর আর কত দূর বল মা?
যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো যতই দুঃখ তুমি দেবে দাও
তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও,
মাগো তুমি ছাড়া এ আঁধারে গতি নাই
তোমায় কেমনে ভুলে রবো
কত দূর আর কত দূর বল মা?
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব
মাগো, বলো কবে শীতল হবো |
কত দূর আর কত দূর বল মা?

Apitaf- এপিটাফ lyrics

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে
হাটছি আমি মেঠো পথে
মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি
বহুদিন তোমায় দেখি না যে
তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়
পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর...
বহুদূর......
সাদাকালো এ জীবনের মাঝে
রঙ্গীন ছিলে তুমি শুধু
তোমায় নিয়ে লেখা কত কবিতায়
দিয়েছিলাম কত সুর
আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত,
ভোরের আলো ফুটবে কখন
ভেবেছি কত রাত
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর
তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল
চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর...
বহুদূর......
যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে
দেখি তুমি নেই যে পাশে
ভেবেছিলাম তুমি থাকবে দাড়িয়ে কৃষ্ণচূঁড়া ফুল
হাতে
তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে?
এপিটাফের লেখাগুলো পড়ি ঝাপসা চোখে
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তবে কেন আমি গেলাম চলে তোমায় ফেলে বহুদূর
বহুদূর...........বহুদূর............বহুদূর

Saturday, 4 May 2013

Jibon gelo- জীবন গেলো

জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই (২)
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই
আষাঢ় মাসে আমার চোঁখে জমেছিল মেঘ
আঁধার কালো আকাশ টাও কেঁদেছে অনেক(২)
জল শুকিয়ে মনের নদী মরুভূমি সই
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই
ভালবাসার মুল্য কত আগে বুঝিনাই
অমুল্য সে মানিক রতন কোত্থায় খুঁজে পাই (২)
মন পুড়িয়ে গেলো পাখি গহীন বনে কই
বসন্তেরও এমন দিনে
বসন্তেরও এমন দিনে
বন্ধু তুমি কই
জীবন গেল তোমার খোঁজে
বন্ধু তুমি কই
আশায় আশায় দিন গুইনাছি
বন্ধু তুমি কই...

Friday, 3 May 2013

Janala khola- জানলা খোলা

জানলা খোলা দেখে থমকে দাড়ালো
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর..
আমার কানে কিছু বলতে এলো সে
হাতছানি তার অজানায় বহুদূর।
শাওন মেঘের দেয়া বৃষ্টি যেখানে পড়ে
ভেজা সেই মাঠে গান গাওয়া..
টুকরো সূখের দেয়া একটু আদর ছুঁয়ে
অভিমান জলে ভেসে যাওয়া।
বলতে না পারা কথা বলে গেলো সেই
সূর..
ভাসলো আকাশ অজানায় বহুদূর।
জানলা খোলা দেখে থমকে দাড়ালো
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর..
আমার কানে কিছু বলতে এলো সে
হাতছানি তার অজানায় বহুদূর।
তোমার আমার কাছে সূর
আসে মাঝে মাঝে
ফিরে আসে সেই চেনা হাওয়া..
বলে যায় আজও যেন কিছুটা সময় আছে
পরে আছে কত চাওয়া পাওয়া।
যতদিন পারো তুমি বুকে টেনো এই সূর..
ডাকবে আকাশ অজানায় বহুদূর।
জানলা খোলা দেখে থমকে দাড়ালো
দুষ্টু হাওয়ায় উড়া এলোমেলো সুর..
আমার কানে কিছু বলতে এলো সে
হাতছানি তার অজানায় বহুদূর।

Jol foring-জল ফড়িং

তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস,
অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস ?
সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ
ভরা জিনে,
কেন খুঁজতে যাস আমায়
সাজানো মাগাজিনে ?
ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে,
আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে
তারপর বেরোয় মেঘ আর তারায়
ভরা স্টেশন ,
একটু থামতে চায় প্রেমিকের
ইন্সপিরেশন
তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং
ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি,
শূন্যে খুড়োর কল , সব মিথ্যে আহামরি
একটু শুনতে চাই তোর পাঁজর
ভাঙ্গা চিৎকার,
অন্য গানের সুর, তোর অদ্ভুত এ অহংকার
তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং...

choto choto shopner-ছোট ছোট স্বপ্নের নীল মেঘ

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
কখনো আলো-ছায়ার খেলা
কখনো শুধুই আঁধার(২)
কোথাও থামে ভেজা সহনি
কোথাও ফুলের বাহার।
কোথাও চেতনা পাহাড় ভাঙ্গে
কোথাও বিপন্ন কৃষ্টি।
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
কখনো হৃদয় ভাঙ্গার খেলা
কখনো সেতু গড়ার (২)
কখনো নিজ নিকেতনে মন
কখনো কখনো সবার।
কোথাও চাওয়ার হিসেব মেলে না
কোথাও না পাই সন্তুষ্টি।
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি(২)