Privacy Policy

Sunday, 22 July 2012

অভিমানী তুমি কোথায় হারিয়ে গেছ

অভিমানী
তুমি কোথায় হারিয়ে গেছ
তুমিই তো বোঝাবে ………লা লা লা
তুমিই তো মানাবে……..লারা লারা লারা………উ

বহু দিন পড়ে
দেখা হলো দু’জনায়
অভিমান রেখো না
অভিমান রেখে
কি হবে বলো না
তুমি কিছু বোঝ না ।

অভিমানী
তুমি কোথায় হারিয়ে গেছ
তুমিই তো বোঝাবে ………লা লা লা
তুমিই তো মানাবে……..লারা লারা লারা………উ

তুমি কি মোরে
রেখেছ বাসনায়
একবার বল না
এতকাল ধরে
থেকেছ কি ছলনা
নাকি ভালবাস না

অভিমানী
তুমি কোথায় হারিয়ে গেছ
তুমিই তো বোঝাবে ………লা লা লা
তুমিই তো মানাবে……..লারা লারা লারা………উ

No comments:

Post a Comment