Privacy Policy

Friday, 20 July 2012

তুমি তাই বলেছিলে, চন্দ্র রাতে তুমি আসবে কাছে...

তুমি তাই বলেছিলে, চন্দ্র রাতে তুমি আসবে কাছে

এরপর কেটে গেছে কতো না, ভরা পূর্ণিমা

সপ্নে তে বলেছিলে বৃষ্টি এলে ডাকবে কাছে

এরপর বয়ে গেছে কতো না বর্ষা ধারা

বলেছিলে এক নদী দুঃখ হলে ভালবাসবে আমাকে

চেয়ে দেখো এ বুকে আজ কতো শত নীল বেদনা

তুমি তাই বলেছিলে, চন্দ্র রাতে তুমি আসবে কাছে

জানালার শার্সিতে, বেদনার আরশিতে

হতাশার জল ছায়া ভাসে......

মনের উঠোন জুড়ে বিষাদের সাত সুরে

কষ্টের শেষ হাসি হাসে

বলেছিলে এক নদী দুঃখ হলে ভালবাসবে আমাকে

চেয়ে দেখো এ বুকে আজ কতো শত নীল বেদনা

তুমি তাই বলেছিলে, চন্দ্র রাতে তুমি আসবে কাছে

বিষাদ এর আরাধনা কষ্টের আলপনা

এই মনে চিরস্থায়ী আজ

রং তুলি জলছবি, ভালবাসা ভুল সবই

ছলনার সাথে প্রতি রাত

বলেছিলে এক নদী দুঃখ হলে ভালবাসবে আমাকে

চেয়ে দেখো এ বুকে আজ কতো শত নীল বেদনা

তুমি তাই বলেছিলে, চন্দ্র রাতে তুমি আসবে কাছে

এরপর কেটে গেছে কতো না, ভরা পূর্ণিমা

সপ্নে তে বলেছিলে বৃষ্টি এলে ডাকবে কাছে

এরপর বয়ে গেছে কতো না বর্ষা ধারা

বলেছিলে এক নদী দুঃখ হলে ভালবাসবে আমাকে

চেয়ে দেখো এ বুকে আজ কতো শত নীল বেদনা।।।

No comments:

Post a Comment