Privacy Policy

Sunday, 22 July 2012

মহারাজ

সমাজ শিখরে আজ তুমি একা
রিক্ত কামনায় অহমের মায়াজালে
সকল ভালোবাসা পদলিত করে
মানবতার যত বন্ধন ছিড়ে ফেলে(২)
ক্ষমতার নিয়মে দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পরে মনে……
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদুর গেছফেলে
প্রানে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ………

তোমার দুপাশে মিথ্যে গুণবাহী
দেবে কি বাঁধার আশা জনতার এনিরলে
রবে কি জনগন রাজপথের কাঁটা
যারা তোমায় ভালোবেসেছে মনে প্রানে
হে মহারাজ………

ক্ষমতার নিয়মে দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পরে মনে……
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদুর গেছফেলে
প্রানে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ………
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদুর গেছফেলে
প্রানে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ………(২)

No comments:

Post a Comment