Privacy Policy

Friday, 20 July 2012

এস হে অপারের কান্ডারি

এস হে অপারের কান্ডারি ।
পড়েছি অকূল পাথারে
দাও এসে চরণ তরী ।।

প্রাপ্ত পথ ভুলে হে এবার
ভবরোগে জ্বলবো কত আর ।।
তুমি নিজগুণে শ্রীচরণ দাও
তবে কূল পেতে পারি ।
ও আমি তবে কূল পেতে পারি ।

ছিলাম কোথা এলাম হেথা
আবার আমি যাই যেন কোথা ।।
তুমি মনোরথের সারথি হয়ে ।।
স্বদেশে নাও মনেরি ।।

পতিত পাবন নাম তোমার গো সাঁই
পাপী তাপী তাইতে দেয় দোহাই ।।
ফকির লালন বলে তোমা বিনে
ভরসা কারে করি ।।

No comments:

Post a Comment