আমি আর আমার দু’চোখ কখনো জলে ভেজাবো না
এ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনা
পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না।
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা।
টেনে নিয়ে বুকের কাছে,
ছুঁড়ে দেয় ধূলোর মাঝে।
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না………।।
ডুবেছিল মায়াজালে হৃদয়
সেই ক্ষত এখনো কথা কয়।
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না………।।
KaziSilo Home
ReplyDeleteক্রিশ্চিয়ানো রোনালদো
Sony Bangla Song Lyrics
আইয়ুব বাচ্চু লিরিক্স
পুরানো দিনের গান লিরিক্স
বাংলা সিনেমার গান লিরিক্স
ইসলামী গান গজল ও নামাজ
গ্রাম বাংলার ভাটিয়ালি গান
বাংলা জনপ্রিয় গানের লিরিক্স
জনপ্রিয় ব্যান্ডের গান লিরিক্স