Privacy Policy

Saturday, 21 July 2012

আমায় যদি প্রশ্ন করে

আমায় যদি প্রশ্ন করে
আলো-নদীর এক দেশ
বলবো আমি বাংলাদেশ।

আমায় যদি প্রশ্ন করে
কল-কাকলীর দেশ
বলবো আমি বাংলাদেশ।।

এক সূর্যের হাজার আলোর কণা
ছড়িয়ে এই মাটি করলো অরূপ সোনা।

আমায় যদি প্রশ্ন করে
মায়াবতী কোন দেশ
বলবো আমি বাংলাদেশ।।

নব দিগন্তের নতুন চলার তিথি
মিলেছে এ জীবন সম্ভবনার গীতি।

আমায় যদি প্রশ্ন করে
কাব্য-গীতির কোন দেশ
বলবো আমি বাংলাদেশ।।

আমায় যদি প্রশ্ন করে
কল-কাকলীর দেশ
বলবো আমি বাংলাদেশ।।

No comments:

Post a Comment