Privacy Policy

Saturday, 8 September 2012

তোমাকে চাই, শুধু, তোমাকে চাই

তোমাকে চাই, শুধু, তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
বাঁধনহারা মনটা আমার, শাসন-বারণ
মানে না
তোমারই প্রেমে পাগল পরাণ, আর কিছু
তো জানে না
চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই
সারাটি জীবন, ছায়ার মতন, আমার
পাশে থাকো না
বুকের ঘরে, যতন করে,
আমাকে তুমি রাখো না
আমার জীবন তুমি, আমার মরণ তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই

No comments:

Post a Comment