Privacy Policy

Saturday, 29 December 2012

না

আর চার দেয়ালে কেন একা ডুবে থাকা
এই বর্তমানকে দূরে ঠেলে অতীতের
ছবি আঁকা
আর যত কারণে এই দ্বিধায় বাড়াবাড়ি
জাগবেনা আর জীবন তোমার হলে সান্ধ্য
আইন জারি
আর কেন হাত গুটিয়ে বসে থাকা
কিসেরই ভয়ে ভয়ে
আমি নেই কোন নিষিদ্ধ পরিচয়ে
মন যাকে দেবে সিদ্ধান্ত আজই নাও
যাবে এক নিমিষে ছন্দময় হয়ে
শুধু না না না না না বলে, কর
না না আসলে
না না না…
কালজয়ী বাঁধনে আমি বন্দী হতে জানি
থাকবেনা আর তখন আমার মহাবিশ্বের
হাতছানি
আর যদি এ মনের পরিবর্তন হবে ভাবো
ভেবোনা আর না এ তোমার উৎসাহ
হারাবো

No comments:

Post a Comment