দিগন্ত জুড়ে নিলীমার মাঝে
পলাতক সময় করে পরিহাস
স্তব্ধ নিঃশ্বাস দূরে ঠেলে
আসি আমি ফিরে বারেবার।
ছুঁয়ে যাই আবারও হারাই
একই আকাশের গোধূলী
অনন্ত পতন, অনন্ত সময়
একই ভাঙ্গনের কথা একই পথ,
আমারই জন্যে সহস্র সূর্য
দেবে একই আলো চিরকাল।
ছুঁয়ে যাই আবারও হারাই
একই আকাশের গোধূলী
আমি বুঝিনা কেন,
একই মাটিতে কেন এত রক্তের
রং খেলা।
আমি জানিনা কেন,
একই মানুষের একই স্পর্শে কেন এত
ছোঁয়া।
আমি হারিয়ে যাই এ মায়াজালে,
পরাধীনতার এ বাঁধনে,
তবু যেতে চাই স্বপ্নের আলোয়,
সকল আঁধার ভেঙ্গে আলো ছায়ায়
ছুঁয়ে যাই আবারও হারাই
একই আকাশের গোধূলী
Here u find the collection of bangla song lyrics-এইখানে আপনি পাবেন বাংলা জনপ্রিয় গানের লিরিক্স
Wednesday, 26 December 2012
গোধূলী
Labels:
শিরোনামহীন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment