প্রথম প্রেমের মত
প্রথম কবিতা এসে বলে
হাত ধরে নিয়ে চলো
অনেক দূরের দেশে
কত পথ প্রান্তর ঘুরে ফিরেছি
পাইনা তো আজো তোমায়
সেই পথ চলা শেষ হলে
কাছে এসে যেও বলে
এই তো আমি এই তো আমি
তোমারি আশায় বসে থেকেছি
নাম ধরে ডাক দিলে কে গো তুমি
ফিরে এলে আজ কাছে
ভালোবাসা যত আছে
দিলাম তুলে দিলাম তুলে
so nic
ReplyDeleteHazar Moner Kache Proshno Rekhe Lyrics
Deleteহারানো দিনের গান অডিও ডাউনলোড করুন
ReplyDeleteLike it
ReplyDeleteঅনুপ্রেরণা ও সফলতার গল্প, শিক্ষামূলক ছোট গল্প, বাংলা গানের লিরিক্স, রহস্য গল্প এবং অবাক করা সব ঘটনা পড়তে ভিজিট করুন অনুপ্রেরণা ডটকম।
ReplyDelete