Privacy Policy

Wednesday, 8 August 2012

নদী এসে পথ সাগরে মিশে যেতে চায়

নদী এসে পথ সাগরে মিশে যেতে চায়
এই মিলন মেলাকে ঘিরে ভালবাসা সর্বনাশ
ফিরে আসে আর হারায়
নদীর অচেনা বাকে।।

হাওয়া শুধু এসে এই খোলা বুকে রঙ্গিন ধুলো
স্মৃতি রুমাল উড়ায়।

আর উড়ে একটি ঝড়াপাতা পালক
মগ্ন বিষাদে এত বেশী আর
মন ভরে থেকে
ফিরে আসে আর হারায়
নদীর অচেনা বাকে।।
একদিন খুব রাতে চুপি চুপি
জোছনার মাঠে দাঁড়িয়ে একাকি দেখি
সেই চলে যাওয়া পাখিটার ছায়া
শেষ ছায়া ধীরে মিলায়
হৃদয় মেঘের ফাকে
ফিরে আসে আর হারায়
নদীর অচেনা বাকে।।

No comments:

Post a Comment