Privacy Policy

Saturday, 21 July 2012

আমি বারোমাস তোমায় ভালোবাসি

আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও

আষাঢ় শ্রাবণে ঘন বরষার সাথে
দিনগুলো কাটে না বিরহ ব্যথাতে ।।
আসছে মাসে না হয় পত্র দি…।
তুমি অবসর পাইলে আসিও
আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও

ভাদ্র আশ্বিনে কয় জনে জনে
কতকাল একা থাকো মন উচাটনে ।।
অগ্রহায়ণে তুমি আদর জানিও
তুমি অবসর পাইলে আসিও

পৌষ মাঘ কাটে না বুঝি এই শীতে
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে ।।
বৈশাখী ঝড় মনে শুধু জানিও ।।
তুমি অবসর পাইলে আসিও

আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও

No comments:

Post a Comment