Privacy Policy

Saturday, 21 July 2012

কি করে ভাবলে তুমি

কি করে বললে তুমি
তোমাকে হঠাত করে ভুলে যেতে,
কি করে ভাবলে তুমি
আমাদের এতদিনের সবি ছিল পাগলামি।

তোমাকে ভেসেছিলাম ভালো
সেই ভাবনায় থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
বুঝিনি আগে।

আজ হেয়ালী সর্বনাশের,
স্বপ্নলিপি ছিড়ে গেছে
আজ যদি সব বল মিছে
তোমার কথা মানবোবা আমি
তোমাকে ভেসেছিলাম ভালো
সেই ভাবনায়, থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
বুঝিনি আগে।

কি করে বললে তুমি
তোমাকে হঠাত করে ভুলে যেতে,
কি করে ভাবলে তুমি
আমাদের এতদিনের সবি ছিল পাগলামি।

No comments:

Post a Comment