চাঁদনী পশরে কে আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে
তারে চিনিনা মি
সে আমারে চিনে
বাহিরে চান্দের আলো ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার
তবু কেন সে আমার ঘরে আসে না
সে আমারে চিনে কিন্তু আমি চিনি না
সে আমারে থারে থারে ঈশারায় কয়
এই চান্দের রাইতে তোমার
হইছে গো সময়
ঘরছাড়িয়া বাহির হও ধরো আমার হাত
তোমার জন্য আনছি গো আইজ চান্দেরও
দাওয়াত
Here u find the collection of bangla song lyrics-এইখানে আপনি পাবেন বাংলা জনপ্রিয় গানের লিরিক্স
Saturday, 8 September 2012
ও আমার উড়াল পংখী রে
ও আমার উড়াল পংখী রে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকবো মাটির ঘরে
আমার চক্ষে বৃষ্টি পরে
তোর হইব মেঘের উপরে বাসা
ও আমার উড়াল ………
আমার মনে ব্যজায় কষ্ট
সেই কষ্ট হইল পষ্ট
দুই চক্ষে ভর করিল
আঁধার নিরাশায়
তোর হইল মেঘের উপরে বাসা
ও আমার উড়াল……
মেঘবতী দূধ কুমারী
মেঘের উপরে থাকো
সুখ দুঃখ দুই বইনেরে
কোলের উপরে রাখো
মাঝে মইধ্যে কান্দন করা
মাঝে মইধ্যে হাসা
মেঘবতি আজ নিয়াছে
মেঘের উপরে বাসা
ও আমার উড়াল………
ও আমার উড়াল পংখী রে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকবো মাটির ঘরে
আমার চক্ষে বৃষ্টি পরে
তোর হইবে মেঘের উপরে বাসা
ও আমার উড়াল ………
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকবো মাটির ঘরে
আমার চক্ষে বৃষ্টি পরে
তোর হইব মেঘের উপরে বাসা
ও আমার উড়াল ………
আমার মনে ব্যজায় কষ্ট
সেই কষ্ট হইল পষ্ট
দুই চক্ষে ভর করিল
আঁধার নিরাশায়
তোর হইল মেঘের উপরে বাসা
ও আমার উড়াল……
মেঘবতী দূধ কুমারী
মেঘের উপরে থাকো
সুখ দুঃখ দুই বইনেরে
কোলের উপরে রাখো
মাঝে মইধ্যে কান্দন করা
মাঝে মইধ্যে হাসা
মেঘবতি আজ নিয়াছে
মেঘের উপরে বাসা
ও আমার উড়াল………
ও আমার উড়াল পংখী রে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকবো মাটির ঘরে
আমার চক্ষে বৃষ্টি পরে
তোর হইবে মেঘের উপরে বাসা
ও আমার উড়াল ………
তুমি আমার কত চেনা
তুমি আমার কত চেনা
সে কি জান না
এই জীবনের আশা
তুমি তুমি আমার ঠিকানা।।
একবার যাদুমনিকে ঠাই
দাও তোমারই বুকে
আর তুমি যেও না চলে
আমায় একা রেখে।
তুমি আমার কত চেনা সে কি জান না ।।
সেই চোখ আঁকা কাজলে
সে নূপুর পায়েতে দোলে
দোলনাকে কী করি বল
মা গো ভুলে গেলে।
তুমি আমার কত চেনা সে কি জান না ।।
সে কি জান না
এই জীবনের আশা
তুমি তুমি আমার ঠিকানা।।
একবার যাদুমনিকে ঠাই
দাও তোমারই বুকে
আর তুমি যেও না চলে
আমায় একা রেখে।
তুমি আমার কত চেনা সে কি জান না ।।
সেই চোখ আঁকা কাজলে
সে নূপুর পায়েতে দোলে
দোলনাকে কী করি বল
মা গো ভুলে গেলে।
তুমি আমার কত চেনা সে কি জান না ।।
তুমি আমায় করতে সুখী
তুমি আমায় করতে সুখী,
জীবনে অনেক বেদনাই সয়েছো
বলো না, কি সুখ তুমি পেলে?
তোমায় পেয়ে, পৃথিবী পেয়েছি,
আমি পেয়েছি আলো,
গড়েছি প্রদ্বীপ, সেই আলো জ্বেলে
তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার
জানি না কতোটা আমি হয়েছি তোমার
তুমি যে আমার সেই সুখের জোয়ার
সবুজ হয় গো মাটি, যে ঢেউ এলে
গড়েছি প্রদ্বীপ, সেই আলো জ্বেলে
দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা
সে জ্বালা হয়েছে মোর গলার মালা
কোথাও সীমানা নেই, যে ভালোবাসার,
সে প্রেমে আমায় তুমি ভরে যে গেলে
বলো না, কি সুখ তুমি পেলে?
জীবনে অনেক বেদনাই সয়েছো
বলো না, কি সুখ তুমি পেলে?
তোমায় পেয়ে, পৃথিবী পেয়েছি,
আমি পেয়েছি আলো,
গড়েছি প্রদ্বীপ, সেই আলো জ্বেলে
তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার
জানি না কতোটা আমি হয়েছি তোমার
তুমি যে আমার সেই সুখের জোয়ার
সবুজ হয় গো মাটি, যে ঢেউ এলে
গড়েছি প্রদ্বীপ, সেই আলো জ্বেলে
দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা
সে জ্বালা হয়েছে মোর গলার মালা
কোথাও সীমানা নেই, যে ভালোবাসার,
সে প্রেমে আমায় তুমি ভরে যে গেলে
বলো না, কি সুখ তুমি পেলে?
ভালোবাসার স্বপ্নে ঘেরা
ভালোবাসার স্বপ্নে ঘেরা
এই তো আমার ঘর
অনুরাগের ছোয়ায় ভরা
সুখেরই বাসর।।
কখনও এমন করে
ছিল না জানা
এ জীবনে আছে যে সাধ
আছে বাসনা।
সোহাগিনী আমি তোমার
পেয়ে যে আদর।।
তোমারই বাহুর বাধন
খোল না প্রিয়
সুখে দুখে এ বুকে ঠাই
আমাকে দিও।
চিরদিনই রেখো তোমার
প্রেমের দোসর।।
এই তো আমার ঘর
অনুরাগের ছোয়ায় ভরা
সুখেরই বাসর।।
কখনও এমন করে
ছিল না জানা
এ জীবনে আছে যে সাধ
আছে বাসনা।
সোহাগিনী আমি তোমার
পেয়ে যে আদর।।
তোমারই বাহুর বাধন
খোল না প্রিয়
সুখে দুখে এ বুকে ঠাই
আমাকে দিও।
চিরদিনই রেখো তোমার
প্রেমের দোসর।।
ভুলো না আমাকে ভুলে যেও না
ভুলো না আমাকে ভুলে যেও না।
তুমি ভুলে গেলে তুমি ব্যাথা দিলে
সইলে পারবো না।।
ভালবেসে যে মালা দিয়েছিলে
ঘরে আছে সুরভি তারই ফুলে।
কত কথা জমা আছে বলবো তোমার কাছে
কেন তুমি বোঝ না।।
অভিমানে যে পথে গেছ চলে
রবো আমি সেই পথে আঁখি মেলে।
এসো তুমি এসো ফিরে শূণ্য আমারই ঘরে
দূরে তুমি থেকে না।।
তুমি ভুলে গেলে তুমি ব্যাথা দিলে
সইলে পারবো না।।
ভালবেসে যে মালা দিয়েছিলে
ঘরে আছে সুরভি তারই ফুলে।
কত কথা জমা আছে বলবো তোমার কাছে
কেন তুমি বোঝ না।।
অভিমানে যে পথে গেছ চলে
রবো আমি সেই পথে আঁখি মেলে।
এসো তুমি এসো ফিরে শূণ্য আমারই ঘরে
দূরে তুমি থেকে না।।
তোমাকে চাই, শুধু, তোমাকে চাই
তোমাকে চাই, শুধু, তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
বাঁধনহারা মনটা আমার, শাসন-বারণ
মানে না
তোমারই প্রেমে পাগল পরাণ, আর কিছু
তো জানে না
চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই
সারাটি জীবন, ছায়ার মতন, আমার
পাশে থাকো না
বুকের ঘরে, যতন করে,
আমাকে তুমি রাখো না
আমার জীবন তুমি, আমার মরণ তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই
আর কিছু জীবনে পাই বা না পাই
বাঁধনহারা মনটা আমার, শাসন-বারণ
মানে না
তোমারই প্রেমে পাগল পরাণ, আর কিছু
তো জানে না
চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই
সারাটি জীবন, ছায়ার মতন, আমার
পাশে থাকো না
বুকের ঘরে, যতন করে,
আমাকে তুমি রাখো না
আমার জীবন তুমি, আমার মরণ তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই
কাল তো ছিলাম ভালো
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না একেলা রইতে পারি না
নাচের কলি ফুটিয়ে দিল হাতেরও পরশে
কারে যে বলি মরেছি আমি কুমারী বয়সে
ঘরে তে মন টেকে না
বাহিরে সুখ মেলে না
না না এ জ্বালা সইতে পারি না
একেলা রইতে পারি না
কে যেন
ডাকে আমারে ডাকে লুকিয়ে আড়ালে
সম্মুখে পেলে জড়াবো তারে বুকেরই
আঁচলে
হৃদয়ে তার ঠিকানা
জানেনা কেউ জানে না
না না তারে যে কইতে পারি না
একেলা রইতে পারি না
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না একেলা রইতে পারি না
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না একেলা রইতে পারি না
নাচের কলি ফুটিয়ে দিল হাতেরও পরশে
কারে যে বলি মরেছি আমি কুমারী বয়সে
ঘরে তে মন টেকে না
বাহিরে সুখ মেলে না
না না এ জ্বালা সইতে পারি না
একেলা রইতে পারি না
কে যেন
ডাকে আমারে ডাকে লুকিয়ে আড়ালে
সম্মুখে পেলে জড়াবো তারে বুকেরই
আঁচলে
হৃদয়ে তার ঠিকানা
জানেনা কেউ জানে না
না না তারে যে কইতে পারি না
একেলা রইতে পারি না
কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না একেলা রইতে পারি না
এখানে দু’জনে নিরজনে
এখানে দু’জনে নিরজনে
সাজাবো প্রেমেরও পৃথিবী
পাখী সোনাবে যে গান
সুরে ভরে দেবে প্রাণ
ফুল দেবে ছড়িয়ে সুরভী
তুমি আমি
তুমি আমি হয়ে যাব একাকার
প্রেম ছাড়া রবে না কিছু আর
তুমি সূর্য তুমি চন্দ্র
আমার দু’টি নয়নে
এসো এসো
এসো হৃদয়েরও বিছানায়
দিন যেন এভাবে কেটে যায়
আমি ধন্য আমি পূর্ণ
তোমায় পেয়ে জীবনে
সাজাবো প্রেমেরও পৃথিবী
পাখী সোনাবে যে গান
সুরে ভরে দেবে প্রাণ
ফুল দেবে ছড়িয়ে সুরভী
তুমি আমি
তুমি আমি হয়ে যাব একাকার
প্রেম ছাড়া রবে না কিছু আর
তুমি সূর্য তুমি চন্দ্র
আমার দু’টি নয়নে
এসো এসো
এসো হৃদয়েরও বিছানায়
দিন যেন এভাবে কেটে যায়
আমি ধন্য আমি পূর্ণ
তোমায় পেয়ে জীবনে
শুধু একবার বলো ভালবাসি
শুধু একবার বলো ভালবাসি
যদি বলো একবার
এ জীবনে শতবার
হাসি মুখে পরবো মরণ ফাঁসি
এই বুকের ভেতরে যে মন
সেই মনে আমি যে কখন
শুধু তোমার ছবি এঁকেছি
সেই প্রথম দেখারই ক্ষনে
আমার ছোট্ট এই পাগল মনে
আমি তোমারই নাম লিখেছি
মন চায় সারাক্ষন ছিড়ে বাঁধা বন্ধন
তোমার কাছেই শুধু ছুটে আসি।।
আজ তোমার আমার এই জীবন
একই সুরে যে বাঁধা এখন
এই বাধন খুলে দিও না
তুমি দিলে দু’চোখে স্বপন
তুমি আমারই চির আপন
এই স্বপ্ন ভেংগে দিও না
দুটি মন বারবার
করে শুধু তোলপাড়
এ হৃদয়ে বাজে প্রেমেরই বাশী
শুধু একবার……
যদি বলো একবার
এ জীবনে শতবার
হাসি মুখে পরবো মরণ ফাঁসি
এই বুকের ভেতরে যে মন
সেই মনে আমি যে কখন
শুধু তোমার ছবি এঁকেছি
সেই প্রথম দেখারই ক্ষনে
আমার ছোট্ট এই পাগল মনে
আমি তোমারই নাম লিখেছি
মন চায় সারাক্ষন ছিড়ে বাঁধা বন্ধন
তোমার কাছেই শুধু ছুটে আসি।।
আজ তোমার আমার এই জীবন
একই সুরে যে বাঁধা এখন
এই বাধন খুলে দিও না
তুমি দিলে দু’চোখে স্বপন
তুমি আমারই চির আপন
এই স্বপ্ন ভেংগে দিও না
দুটি মন বারবার
করে শুধু তোলপাড়
এ হৃদয়ে বাজে প্রেমেরই বাশী
শুধু একবার……
Friday, 7 September 2012
চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা
চাঁদের সাথে আমি দেব না তোমার
তুলনা
নদীর সাথে আমি দেবো না তোমার
তুলনা
তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে
তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে
এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই
তুলনা।।
ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা
অলির সাথে আমি দেব না তোমার তুলনা
তুমি ফুল হতে যদি ঝরেই পড়ে যেতে
তুমি অলি হতে যদি দূরেই উড়ে যেতে
এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই
তুলনা।।
কবির সাথে আমি দেব না তোমার তুলনা
ছবির সাথে আমি দেবো না তোমার
তুলনা
তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে
তুমি ছবি হতে যদি তবে মুছে যেতে
এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই
তুলনা।।
তুলনা
নদীর সাথে আমি দেবো না তোমার
তুলনা
তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে
তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে
এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই
তুলনা।।
ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা
অলির সাথে আমি দেব না তোমার তুলনা
তুমি ফুল হতে যদি ঝরেই পড়ে যেতে
তুমি অলি হতে যদি দূরেই উড়ে যেতে
এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই
তুলনা।।
কবির সাথে আমি দেব না তোমার তুলনা
ছবির সাথে আমি দেবো না তোমার
তুলনা
তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে
তুমি ছবি হতে যদি তবে মুছে যেতে
এ কথা যেন ভুল না, তুমি যে তোমারই
তুলনা।।
কাছে এসো আরো কাছে দূরে থেকো না
কাছে এসো আরো কাছে দূরে থেকো না
আজ রবিবার হারিয়ে যাবার নেই কোন
মানা।।
যায় যদি দিন এমনি করে যাক
না চলে তাতে কি
মন যদি চায় ভালোবাসাতে মন্দ
হলে ক্ষতি কি
আজ হৃদয়ের বন্ধ দোয়ার খোলা দেখ না
হায় কেন বুঝ না, এসো না
কাছে এসো আরো কাছে দূরে থেকো না
আজ দুজনার হারিয়ে যাবার নেই কোন
মানা, আচ্ছা
তোমায় দেখার আগে কখনো প্রেম ছিল
না জীবনে
তুমিই প্রথম পোড়ালে এ মন তৃষ্ণা সুখের
আগুনে
ও… হো…..হো….
তোমার চোখে আমার এ মরণ ছিল
না জানা
ও …. ও….. ও……..
আজ রবিবার হারিয়ে যাবার নেই কোন
মানা।।
যায় যদি দিন এমনি করে যাক
না চলে তাতে কি
মন যদি চায় ভালোবাসাতে মন্দ
হলে ক্ষতি কি
আজ হৃদয়ের বন্ধ দোয়ার খোলা দেখ না
হায় কেন বুঝ না, এসো না
কাছে এসো আরো কাছে দূরে থেকো না
আজ দুজনার হারিয়ে যাবার নেই কোন
মানা, আচ্ছা
তোমায় দেখার আগে কখনো প্রেম ছিল
না জীবনে
তুমিই প্রথম পোড়ালে এ মন তৃষ্ণা সুখের
আগুনে
ও… হো…..হো….
তোমার চোখে আমার এ মরণ ছিল
না জানা
ও …. ও….. ও……..
মুন্না আমার লক্ষীসোনা...
মুন্না আমার লক্ষীসোনা আমার নয়নমনি
কী হয়েছে কে বকেছে বল আমায় শুনি
এমন করে গাল ফুলিয়ে বসে কেন তুমি
না বললে কেমন
করে জানবো বলো আমি।।
আমের আচার খেতে গিয়ে বৈয়ম
ভেঙ্গেছি বলে
চোখ রাঙ্গিয়ে আম্মু এসে কানটি দিল
মলে, কী…….
শোন ও গো মুন্নার মা মলেছ কেন কান
আপন ছেলের জন্যে তোমার নেই যে কোন
টান
দোষ করেছে কান
মলেছি হয়েছে তাতে কী, খবরদার…
আমার আম্মু আজ খাচ্ছে বকা কী মজা,
আহা কী মজা।
আমার মুন্না যে এই দুনিয়ায় রাজার
রাজা
এই রাজাকে চোখ রাঙ্গানো নয়
ওতো সোজা
আহা কী মজা
আমি বাপ বেটা দুজনকে দেবো সাজা
আহা কী মজা, হো আহা কী মজা
আমরা বাপ বেটা নই ও গো তোমার প্রজা
তুমি চোখ রাঙ্গানোর
অপরাধে পাবে সাজা
আহা কী মজা
আমায় কর ক্ষমা রাজা মহারাজা হলাম
তোমার প্রজা
তবে আদর কর আমার
মুন্নাকে নইলে পাবে সাজা।।
মুন্না আমার লক্ষীসোনা আমার নয়নমনি
মুন্না আমার লক্ষীসোনা আমার নয়নমনি
কী হয়েছে কে বকেছে বল আমায় শুনি
এমন করে গাল ফুলিয়ে বসে কেন তুমি
না বললে কেমন
করে জানবো বলো আমি।।
আমের আচার খেতে গিয়ে বৈয়ম
ভেঙ্গেছি বলে
চোখ রাঙ্গিয়ে আম্মু এসে কানটি দিল
মলে, কী…….
শোন ও গো মুন্নার মা মলেছ কেন কান
আপন ছেলের জন্যে তোমার নেই যে কোন
টান
দোষ করেছে কান
মলেছি হয়েছে তাতে কী, খবরদার…
আমার আম্মু আজ খাচ্ছে বকা কী মজা,
আহা কী মজা।
আমার মুন্না যে এই দুনিয়ায় রাজার
রাজা
এই রাজাকে চোখ রাঙ্গানো নয়
ওতো সোজা
আহা কী মজা
আমি বাপ বেটা দুজনকে দেবো সাজা
আহা কী মজা, হো আহা কী মজা
আমরা বাপ বেটা নই ও গো তোমার প্রজা
তুমি চোখ রাঙ্গানোর
অপরাধে পাবে সাজা
আহা কী মজা
আমায় কর ক্ষমা রাজা মহারাজা হলাম
তোমার প্রজা
তবে আদর কর আমার
মুন্নাকে নইলে পাবে সাজা।।
মুন্না আমার লক্ষীসোনা আমার নয়নমনি
মুন্না আমার লক্ষীসোনা আমার নয়নমনি
যদি বউ সাজো গো
যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো
বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন
হয়।।
কত দিন আমায় ভালবাসবে, মনে রাখবে
ও গো যত দিন চন্দ্র সূর্য থাকবে
যদি ঘর ভাঙ্গা ঝড় আসে, কভু আসে
আমি সেদিনও রইবো তোমার পাশে
বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন
হয়।।
তুমি নদী হলে আমি হবো সাগর
সেই মোহনায় গড়বো মিলন বাসর
তারপর বল কী হবে, কী হবে
না না বলবো না লজ্জা পাবো তবে
বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন
হয়।।
বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন
হয়।।
কত দিন আমায় ভালবাসবে, মনে রাখবে
ও গো যত দিন চন্দ্র সূর্য থাকবে
যদি ঘর ভাঙ্গা ঝড় আসে, কভু আসে
আমি সেদিনও রইবো তোমার পাশে
বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন
হয়।।
তুমি নদী হলে আমি হবো সাগর
সেই মোহনায় গড়বো মিলন বাসর
তারপর বল কী হবে, কী হবে
না না বলবো না লজ্জা পাবো তবে
বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন
হয়।।
তুমি আমার এমনই একজন
তুমি আমার এমনই একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ
মন
একজনমের ভালবাসা একজনমের
কাছে আসা
একটি চোখের পলক পরতে লাগে যতক্ষন
তুমি আমার এমনই একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ
মন
ভালবাসার সাগর তুমি
বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি হয়রে ছল ছল
হয়রে ছল ছল
তোমার মিলনে বুঝি গো জীবন
বিরহে মরণ
প্রাণের প্রদীপ হয়ে তুমি
জ্বলছো নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো
এত বড় ঋণ
আমার ভালবাসার ফুলে তোমার
ভরাব চরণ
যারে একজনমে ভালবেসে ভরবে না এ
মন
একজনমের ভালবাসা একজনমের
কাছে আসা
একটি চোখের পলক পরতে লাগে যতক্ষন
তুমি আমার এমনই একজন
যারে একজনমে ভালবেসে ভরবে না এ
মন
ভালবাসার সাগর তুমি
বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি হয়রে ছল ছল
হয়রে ছল ছল
তোমার মিলনে বুঝি গো জীবন
বিরহে মরণ
প্রাণের প্রদীপ হয়ে তুমি
জ্বলছো নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো
এত বড় ঋণ
আমার ভালবাসার ফুলে তোমার
ভরাব চরণ
Subscribe to:
Posts (Atom)