Privacy Policy

Thursday 23 May 2013

কতদিন দেখিনি তোমায |kotodin dekhini tomay lyrics

কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায

Sunday 19 May 2013

Aj ai akas| আজ এই আকাশ lyrics

আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই
ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে(২)
মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলো
তুই ছিলিনা যখন
মাঝে মাঝে কড়া নাড়ে সেই দিনগুলো
তুই ছিলিনা যখন
তুই রবি আমারি তুই ছবি আমারি
তোরে ছাড়া বাঁচি আমি কেমনে
আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই
ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে
"বড় একা আমি নিজের ছায়ার মত
শুন্যতার মত
দীর্ঘশ্বাসের মত
নিঃসঙ্গ বৃক্ষের মত
নির্জন নদীর মত
বিচ্ছিন্ন দ্বীপের মত
মৌন পাহাড়ের মত
আজীবন সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামীর মত
বড় একা আমি
বড় একা"
মেঘে মেঘে কত বেলা
কেটে যায় শুধু বিষাদের বেলা
তুই ছাড়া একা একা
দিন কাটেনা
স্মৃতিরও ছায়ায়
তুই রবি আমারি তুই ছবি আমারি
তোরে ছাড়া বাঁচি আমি কেমনে
আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই
ধরে
ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে ...

Friday 17 May 2013

Meye| মেয়ে lyrics by upol

পুরোনো মমের আলোয়
জ্বলে যদি একটা স্বপ্ন
বিমোহিত সুরে ভাসবো সুখি বরষার
জলে আত্মমগ্ন
একা একা দিন কাটে না মনের ভেতর
অঘটন
কতকাল বেধে রাখবো সে ভয় বরষার
জলে কান্না শোনো
মেয়ে ফিরে এসো... এসো না ফিরে (২)
এসোনা ফিরে
সময় হলেই এপথ সেপথ কোথাও
খুঁজে পবেনা
স্বপ্নেরা সব মন ভেঙ্গেছে সুখ কেড়েছে
ঠিকানা(২)
মেয়ে ফিরে এসো... এসো না ফিরে (২)
ফিরে যদি আসো কন্যা পথ
হারানো দৈবলোকে
দুচোখ বেয়ে আলোর বন্যা তোমার আমার
আর্দ্র বুকে
মেয়ে ফিরে এসো... এসো না ফিরে (২)
পুরোনো মমের আলোয়
জ্বলে যদি একটা স্বপ্ন
বিমোহিত সুরে ভাসবো সুখি বরষার
জলে আত্মমগ্ন
একা একা দিন কাটে না মনের ভেতর
অঘটন
কতকাল বেধে রাখবো সে ভয় বরষার
জলে কান্না শোনো
মেয়ে ফিরে এসো... এসো না ফিরে (২)...

Thursday 16 May 2013

School polatok meye| স্কুল পলাতক মেয়ে lyrics

রেশমী চূড়ি হাতে এলোমেলো চুল
স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল
দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়
এভাবে কি তার সাথে প্রেম করা যায়
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
রোদে জ্বলা শিউলী তলায় ও হায়
তোমারি পথ চেয়ে দিন কেটেছে
এই চোখ যত দূরে দৃষ্টি মেলায়
শুধু দুচোখ তোমাকে খুজেছে(২)
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
রোজ তুমি স্কুল পলায়ে পলায়
হাত দুটি ধরে মোর খুচো দিয়ে বলতে
স্কুল ব্যাগ ছুড়ে ফেলে দিয়ে সুদূর
গীটার গীটারে ঝড় তুলতে(২)
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
রেশমী চূড়ি হাতে এলোমেলো চুল
স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল
দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়
এভাবে কি তার সাথে প্রেম করা যায়
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা মন
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি
স্কুল পলাতক মেয়ে........

Colo na hoi udasi| চলো না হই উদাসি lyrics

আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি(২)
চলো না হই উদাসি
বন্ধুর ও বাড়ির জালালী কবুতর
আমার ও বাড়ি আসে রে(২)
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম
খায় আর, খায় আর, খায় আর বাক বাকুম
করে লো কিশোরী।
চলো না হই উদাসি
আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি
চলো না হই উদাসি
আঙ্গুল ও কাটিয়া কলম ও বানাইলাম,
নয়নের জল করলাম কালি রে(২)
হৃদয় ও চিড়িয়া লিখন ও লিখিয়া,
হৃদয় ও চিড়িয়া লিখন ও লিখিয়া,
পাঠাইলাম,পাঠাইলাম,পাঠাইলাম সোনা বন্ধুর
নামে লো কিশোরী।
চলো না হই উদাসি
আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি(২)
চলো না হই উদাসি...