Privacy Policy

Sunday 6 January 2013

কবিতা পড়ার প্রহর

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের
নির্জনে, (২)
জোনাকীর আলো নিভে আর
জ্বলে শালমহুয়ার বনে। (২)
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের
নির্জনে, (১)
কবিতার সাথে চৈত্রের রাতে,
কেটেছে সময়হাত রেখে হাতে, (২)
সেই কথা ভেবে কিছুটা আমায় স্মৃতির
নকশা বুনে,
জোনাকীর আলো নিভে আর
জ্বলে শালমহুয়ার বনে।
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের
নির্জনে,
অতিতের ছবি আঁকা হয়ে গেলে,
তারে দেখিএই চোখ দুটি মেলে।(২)
পলাতক আমি কোথা চলে যাই, আধারের
এগানশুনে
জোনাকীর আলো নিভে আর
জ্বলে শালমহুয়ার বনে।
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের
নির্জনে,(২)
জোনাকীর আলো নিভে আর
জ্বলে শালমহুয়ার বনে। (২)

No comments:

Post a Comment