Privacy Policy

Tuesday, 17 July 2012

কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন

কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন
কিছু কিছু এসএমএস পড়ে আর হাসবে না এ মন।
কোন কোন ঠিকানায় লিখবোনা আর কোন চিঠি
কোন কোন গলিতে করবে না মন হাটা হাঁটি।

খুঁজবো না আমি, খুঁজবেনা মন, খুঁজবেনা এই চারপাশ
কখনো রঙিন, কখনো ধূসর, কখনো নীল আকাশ।
জেনেছি আমি, জেনেছে এ মন, জেনেছে এ চারপাশ
যাবেনা ফিরানো তবু ফিরানোর, মিলছে আশ্বাস।
অনেক আড্ডায়, অনেক হাঁসিতে, হয়না খোঁজা সেই মুখ
হারানোর বেদনায় পিছু ফেলে সমসাময়িক সুখ।
অনেক একায় অনেক ভীড়ে তোকেই খুঁজে ফিরি
একটু দাঁড়া আসছি আমি, না হয় হচ্ছে একটু দেরি।

কিছু কিছু নাম্বার থেকে আর আসবেনা কোন ফোন
কিছু কিছু এসএমএস পড়ে আর হাসবে না এ মন।
কোন কোন ঠিকানায় লিখবোনা আর কোন চিঠি
কোন কোন গলিতে করবে না মন হাটা হাঁটি।

No comments:

Post a Comment