Privacy Policy

Monday 29 April 2013

Ekta sorol anko-একটা সরল অংক

একটা সরল অংক
তুমি আমি এক দুই
একটা সহজ ধাধা
দুয়ে দু্য়ে চার
একটা সমীকরন
তুমি আমি পজিটিভ
একটা পরীক্ষা
তুমি আমি ফাস্ট
ডুবে ডুবে জল
প্রেমিকের দল
সখি ভালবাসা কারে কয়
তোমার আমার হারিয়ে যাওয়ার এখনি সময়
তুমি নিশ্চিন্তে নিশ্বাস নেও
রেখেছি কিছু সুবাতাস
নিঃস্বার্থ অক্সিজেন
নয় কার্বন নয় সালফার
ভেবেছি কিছু বলবো তোমায়
সাজিয়েছি তাই কথার নাটাই
উজার করার বিদ্যে জানা নেই
তবুও দেবো সব তোমায়
তুমি নিশ্চিন্তে নিশ্বাস নেও
রেখেছি কিছু সুবাতাস
নিঃস্বার্থ অক্সিজেন
নয় কার্বন নয় সালফার
তোমার আমার কিহিনী নিয়ে হবে রূপকথা
তোমায় আমায় নিয়ে লেখা কত কবিতা
কত গান কত সুর কত হাসি গল্প
কত না চাওয়া পাওয়া কত রূপ গন্ধ
ডুবে ডুবে জল
প্রেমিকের দল
সখি ভালবাসা কারে কয়
তোমার আমার হারিয়ে যাওয়ার এখনি সময়
তুমি সকাল বিকাল জোছনা ওড়াও
চাঁদকে রেখেছি বন্ধু করে
অমবস্যায় পূর্নিমা চাঁদ
সূর্য হাসে আপন মনে
ভেবেছি কিছু বলবো আমায়
সাজিয়েছি তাই কথার নাটাই
উজার করার বিদ্যে জানা নেই
তবুও দেবো সব তোমায়
তুমি নিশ্চিন্তে নিশ্বাস নেও
রেখেছি কিছু সুবাতাস
নিঃস্বার্থ অক্সিজেন
নয় কার্বন নয় সালফার
সকাল বিকাল জোছনা ওড়াও
চাঁদকে রেখেছি বন্ধু করে
অমবস্যায় পূর্নিমা চাঁদ
সূর্য হাসে আপন মনে

No comments:

Post a Comment